কখনো ভেবে দেখেছেন আপনার পরিচিত যত ধর্ম আছে যেমন ইসলাম, খ্রিষ্ট ধর্ম, জুডাইজম, বৌদ্ধ ধর্ম, সনাতন ধর্মের বাইরের কোনো ধর্ম কেমন হতে পারে? এই সাবচ্যাপ্টারে লিখব শামানিজম নিয়ে।
সাধারণত বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রচলিত এসব ধর্মের কোনো স্থান নেই। হাজার হাজার বছর ধরে এসব এলাকার জনবসতির কাছে বাইরের কোনো ধর্ম স্থান পায়নি। তারা হাজার বছর ধরে নিজেদের প্রচলিত বিশ্বাসের চর্চা করে আসছে। পৃথিবীতে যত ইন্ডিজেনাস মানুষ আছে, তাদের সবার ধর্ম বিশ্বাস “সভ্য” মানুষের ধর্মের থেকে আলাদা। এদের এই ধর্ম বিশ্বাস কে আধুনিক স্কলার রা নাম দিয়েছে শামানিজম।
উদাহরণস্বরূপ, আপনি যদি দক্ষিণ আমেরিকার দেশগুলোতে ধর্মের বিষয়টা খেয়াল করেন, দেখবেন ওরা ধর্ম বলতে যেটা বুঝে সেটা আমার আপনার থেকে আলাদা। বিশেষ করে আমাজন জঙ্গলের মধ্যে যতগুলো উপজাতি আছে, তাদের মধ্যে কিছু মানুষ এই পৃথিবী আর spirit realm এর মধ্যে যোগাযোগ স্থাপন করে।
মানুষের কোনো সমস্যার কারণে, কারোর চিকিৎসা লাগলে বা কোনো বিষয়ে কোনো তথ্য লাগলে শামানরা সেই সমস্যার সমাধান করতে spirit realm এর সাহায্য নেয়। শামানদের চিকিৎসা/ তথ্য আহরণ পদ্ধতি নিয়ে কমেন্টের লিংকে আরেকটা সেপারেট পোস্ট লিখেছি। ওটা দেখতে পারেন।
দক্ষিন আমেরিকা সহ রাশিয়া অঞ্চলের অনেক উপজাতিদের ধর্ম সংস্কৃতি সব শামানিজমের আওতাধীন। পেরুর কয়েকজন শামানের ইন্টারভিউ থেকে জানা যায় তাদের মতে, তারা শামানিজম চর্চা করে আসছে কমপক্ষে ১২০০০ বছর ধরে। শামানিজম নিয়ে পড়তে গেলে খেয়াল করবেন তাদের কোনো দুনিয়াবি সম্পদ নেই।
একটা প্রচলিত শামানিক প্রবাদ হলো, “anything Recyclable is not worth having as treasure”. যেটা সহজেই ধ্বংস হয়ে যায় সেসব জিনিস তারা কোনোভাবেই প্রায়োরিটি দেয়না। তাই শামানরা খুব একটা ঘরবাড়ি বানাতে অভ্যস্ত না। এসব দুনিয়াবি জিনিস পত্র থেকে তারা ফর এক্সাম্পল, পারসোনালিটি কে বেশি গুরুত্ব দেয়। কারণ চরিত্র খুব মূল্যবান। তবে শামানদের দাবি তাদের জ্ঞানের উৎস হলো Spirit realm এ থাকা virtual libraries যেখানে অগনিত তথ্যভান্ডার আছে এবং যারা প্রয়োজন অনুযায়ী সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারে।
আপনি ইউটিউবে shamanic trance music লিখে সার্চ দিলে শামানদের ব্যবহৃত স্পেসিফিক ফ্রিকোয়েন্সির ট্র্যান্স মিউজিক শুনতে পাবেন যেগুলো তারা চিকিৎসার সময় ব্যবহার করে থাকে। এই ধরনের মিউজিকের মাধ্যমে মস্তিষ্কে উপকারী ব্রেইন ওয়েভ তৈরী হতে দেখা গেছে।
Cowboys and aliens মুভিতে দেখবেন একজন শামান কিরকম ট্র্যান্স মিউজিক ব্যবহার করে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরিয়ে নিয়ে আনে।
শামানিজম নিয়ে প্রচুর পরিমানে গবেষণা হয়েছে/হচ্ছে পশ্চিমের অনেক বিশ্ববিদ্যালয়ে ও গবেষণাকেন্দ্রে। ইউরোপ আমেরিকার অনেক দেশে শামানিজম থেকে বিশেষ কিছু চিকিৎসা পদ্ধতি এডাপ্ট করে হলিস্টিক হিলিং নাম দেওয়া হয়েছে।
বলা হয়ে থাকে, ক্রিশ্চিয়ানিটির প্রথম দিকে যারা এটা প্রচারের দায়িত্বে ছিল তারা মূলত শামান ছিল। তারা তাদের পুরনো অভ্যাস অনুযায়ী মদের মধ্যে বিভিন্ন সাইকিডেলিক্স মিশাতো। এতে সাধারণ মানুষ খুব সহজেই সাইকিডেলিক জগতে প্রবেশ করতে পারত। এটা একসময় অনুপ্রবেশে পরিণত হয়। তখন এটা ঠেকাতে নতুন খ্রিস্টান ফাদাররা তাদের এলকোহলের মধ্যে এই ধরণের সাইকিডেলিক্স মেশানো বন্ধ করে দেয়।
সাধারণত শামান হতে হলে কাউকে অবশ্যই দক্ষিণ আমেরিকাতে জন্মগ্রহণ করতে হবে। পৃথিবীর আর অন্যকোনো জায়গায় জন্ম নেওয়া কেউ শামান হতে পারে না। তবে শামানদের বিভিন্ন দেশে শাখা আছে যেখানে তারা স্বল্পমাত্রায় শামানিক কার্যক্রম করে থাকে। শামানদের এসকল কার্যক্রমে অংশগ্রহণ করা খুব ব্যয়বহুল ব্যাপার। আমি জার্মানির কোলন শহরের একটা শামানিক প্রতিষ্ঠানের সাথে কথা বলছিলাম। ওদের দুইদিন ব্যাপী একটা সেশনে বসতে বাংলাদেশী টাকায় প্রায় ৫৬ হাজার টাকা লাগে।